সূরা আল-গাশিয়াহ (বিহ্বলকর ঘটনা)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আরবি উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ88.1
আরবি উচ্চারণ
৮৮.১। হাল্ আতা-কা হাদীছুল্ গ-শিয়াহ্।
বাংলা অনুবাদ
৮৮.১ কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ88.2
আরবি উচ্চারণ
৮৮.২। উজু হুঁই ইয়াওমায়িযিন্ খ-শি‘আতুন্।
বাংলা অনুবাদ
৮৮.২ সেদিন অনেক চেহারা হবে অবনত।
عَامِلَةٌ نَاصِبَةٌ88.3
আরবি উচ্চারণ
৮৮.৩। ‘আ-মিলাতুন্ না-ছিবাতুন্।
বাংলা অনুবাদ
৮৮.৩ কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
تَصْلَى نَارًا حَامِيَةً88.4
আরবি উচ্চারণ
৮৮.৪। তাছ্লা-না-রন্ হা-মিয়াতান্।
বাংলা অনুবাদ
৮৮.৪ তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ88.5
আরবি উচ্চারণ
৮৮.৫। তুস্ক্বা-মিন্ ‘আইনিন্ আ-নিয়াহ্।
বাংলা অনুবাদ
৮৮.৫ তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ88.6
আরবি উচ্চারণ
৮৮.৬। লাইসা লাহুম্ ত্বোয়া‘আ-মুন্ ইল্লা-মিন্ দ্বোয়ারীই’
বাংলা অনুবাদ
৮৮.৬ তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ88.7
আরবি উচ্চারণ
৮৮.৭। ল্লা-ইয়ুস্মিনু অলা-ইয়ুগ্নী মিন্ জু‘ইন্।
বাংলা অনুবাদ
৮৮.৭ তা মোটা-তাজাও করবে না এবং ক্ষধত্বাও নিবারণ করবে না।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ88.8
আরবি উচ্চারণ
৮৮.৮। উজু হুই ইয়াওমায়িযিন্ না-‘ইমাতুল্।
বাংলা অনুবাদ
৮৮.৮ সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
لِسَعْيِهَا رَاضِيَةٌ88.9
আরবি উচ্চারণ
৮৮.৯। লিসা’য়িহা-র-দ্বিয়াতুন্।
বাংলা অনুবাদ
৮৮.৯ নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।
فِي جَنَّةٍ عَالِيَةٍ88.10
আরবি উচ্চারণ
৮৮.১০। ফী জ্বান্নাতিন্ ‘আ-লিয়াতি।
বাংলা অনুবাদ
৮৮.১০ সুউচ্চ জান্নাতে
لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً88.11
আরবি উচ্চারণ
৮৮.১১। লা-তাস্মা‘উ ফীহা-লা-গিয়াহ্।
বাংলা অনুবাদ
৮৮.১১ সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ88.12
আরবি উচ্চারণ
৮৮.১২। ফীহা-‘আইনুন্ জ্বা-রিয়াহ্।
বাংলা অনুবাদ
৮৮.১২ সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ 88.13
আরবি উচ্চারণ
৮৮.১৩। ফীহা-ছুরুরুম্ র্মাফূ ‘আতুও।
বাংলা অনুবাদ
৮৮.১৩ সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ88.14
আরবি উচ্চারণ
৮৮.১৪। অ আক্ওয়া-বুম্ মাওদু‘আতুঁও।
বাংলা অনুবাদ
৮৮.১৪ আর প্রস্তুত পানপাত্রসমূহ।
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ88.15
আরবি উচ্চারণ
৮৮.১৫। অনামা-রিকু মাছ্ ফূফাতুঁও।
বাংলা অনুবাদ
৮৮.১৫ আর সারি সারি বালিশসমূহ।
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ88.16
আরবি উচ্চারণ
৮৮.১৬। অযারা বিয়্যু মাব্ছূছাহ্।
বাংলা অনুবাদ
৮৮.১৬ আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।
أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ88.17
আরবি উচ্চারণ
৮৮.১৭। আফালা- ইয়ান্জুরূনা ইলাল্ ইবিলি কাইফা খুলিক্বত্
বাংলা অনুবাদ
৮৮.১৭ তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ88.18
আরবি উচ্চারণ
৮৮.১৮। অইলাস্ সামা-য়ি কাইফা রুফি‘আত্।
বাংলা অনুবাদ
৮৮.১৮ আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ব্ধে স্থাপন করা হয়েছে?
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ88.19
আরবি উচ্চারণ
৮৮.১৯। অইলাল্ জ্বিবা-লি কাইফা নুছিবাত্।
বাংলা অনুবাদ
৮৮.১৯ আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ88.20
আরবি উচ্চারণ
৮৮.২০। অইলাল্ র্আদ্বি কাইফা সুত্বিহাত্
বাংলা অনুবাদ
৮৮.২০ আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ88.21
আরবি উচ্চারণ
৮৮.২১। ফা যার্ক্কি; ইন্নামা য় আন্তা মুযার্ক্কি।
বাংলা অনুবাদ
৮৮.২১ অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ88.22
আরবি উচ্চারণ
৮৮.২২। লাস্তা ‘আলাইহিম্ বিমুসাইত্বিরিন্।
বাংলা অনুবাদ
৮৮.২২ তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
إِلَّا مَنْ تَوَلَّى وَكَفَرَ88.23
আরবি উচ্চারণ
৮৮.২৩। ইল্লা-মান্ তাওয়াল্লা-অকাফার।
বাংলা অনুবাদ
৮৮.২৩ তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ88.24
আরবি উচ্চারণ
৮৮.২৪। ফাইয়ু‘আয্যিবুহুল্ লা-হুল্ ‘আযা-বাল্ আর্ক্বা।
বাংলা অনুবাদ
৮৮.২৪ ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ88.25
আরবি উচ্চারণ
৮৮.২৫। ইন্না ইলাইনা য় ইইয়া-বাহুম্
বাংলা অনুবাদ
৮৮.২৫ নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ 88.26
আরবি উচ্চারণ
৮৮.২৬। ছুম্মা ইন্না ‘আলাইনা- হিসা-বাহুম্
বাংলা অনুবাদ
৮৮.২৬ তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে