You are currently viewing ইমামের পিছনে কেরাত 

ইমামের পিছনে কেরাত 

ইমামের পিছনে কেরাত

ইমামের পিছনে কেরাত 

উচ্চারণঃ ‘আন আবি হুরায়রাতা ক্বালাঃ ক্বালা রাসুলুল্লাহি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামাঃ ইন্নামা জু’ইলাল ইমামু লি ইউতাম্মা বিহি ফা-ইজা কাব্বারা ফাকাব্বিরু ও ইযা ক্বারাআ আফা’আনছিতু। রাওয়াহু আবু দাউদ, ওয়া ইবনে মাজাহ, ওয়া আহমাদ। অনুবাদ: হযরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজী ﷺ এরশাদ করেছেন, যাকেই ইমাম বানানো হয়, তাকেই (নামাজে) পরিপূর্ণ অনুসরণ করতে হয়। যখন সে তাকবির বলে তখন তোমরাও তাকবির বল। যখন সে কেরাত পড়ে, তখন তোমরা চুপ থাক।  ইমামের পিছনে কেরাত [ইবনে মাজাহ – 748; আবু দাউদ – ৬০৪; মুসনাদে আহমাদ বিন নম্র ২/৩৬]    

Leave a Reply