You are currently viewing ইলমে গায়েব

ইলমে গায়েব

ইলমে গায়েব

عَنِ عُمَرَ يَقُولُ قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ  وَسَلَّمَ   مَقَامًا فَأَخْبَرَنَا عَنْ  بَدْءِ الْخَلْقِحَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ  مَنَازِلَهُمْ وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ حَفِظَ  ذَلِكَ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ

অনুবাদঃ  হযরত   ওমর   (রাদ্বিয়াল্লাহু    তা’আলা  আনহু) থেকে  বর্নিত।  তিনি  বলেন,  একদা    নবীজি  আমাদের মাঝে    দন্ডায়মান   ছিলেন।  নবীজি  সৃষ্টির   শুরু    থেকে জান্নাতিদের   জান্নাতে   প্রবেশ   করা   এবং   দোযখীদের  দোযখে    প্রবেশ করা  পর্যন্ত  সব কিছু  বলে দিলেন। যে সেটা     মনে    রাখতে   পেরেছে   সে    রেখেছে,   যে   ভুলে যাওয়ার সে ভুলে গেছে।

[সহীহ    বোখারীঃ   সৃষ্টির   শুরু   অধ্যায়,    ৩/১১৬৬    হাঃ ৩০২০]

হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন

 

Leave a Reply