You are currently viewing ইসলামের ভিত্তী

ইসলামের ভিত্তী

ইসলামের ভিত্তী

ইসলামের ভিত্তী ইসলামের ভিত্তী অনুবাদ: ইবনে উমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসলামের   ভিত্তী পাচটি, ১:সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসুল, ২: নামাজ কায়েম করা, ৩: যাকাত প্রদান করা, ৪: হজ্ব আদায় করা এবং ৫: রমাজানে রোযা পালন করা। [সহীহ বুখারী, অজু, ৪/১৬৪১ হা: ৪২৪৩; সহীহ মুসলিম, ঈমান ১/৪৫ হা: ১৬]  

Leave a Reply