কবর যিয়ারতের ফযিলত

কবর যিয়ারতের ফযিলত

عَنْ   بريرة    رَضِيَ   اللَّهُ  تَعَالَى  عَنْهُ  قَالَ:  قَالَকবর যিয়ারতের ফযিলত  رَسُولُاللَّهِ ﷺ: كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا، رواه مسلم والترميذي و زاد فَإِنَّها وَتُذَكِّرُكم الآخِرَةَ

উচ্চারণ: ‘আন বুরায়রাতা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) ক্বালা ক্বালা রাসুলুল্লাহি ﷺ কুনতু নাহাইতুকুম ‘আন জিয়ারাতিল ক্বুবুরি, ফাযুরুহা, রাওয়াহু মুসলিম, ওয়াত তিরমিজি ওয়া যাদাত, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাতা।

অনুবাদ: হযরত বুরায়রাহ (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন যে, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর যিয়ারত কর (সহীহ মুসলিম)। সুনানে তিরমিযীতে এই বাক্যটি সংযোজন করা হয়েছে: “কারণ এটি আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে।”

[সহীহ মুসলিম: ১৬, ১৭; সুনানে ইবনে মাজাহ: 1561; সুনানে তিরমিযী, অধ্যায়: জানাযা ৩, ৪/৩৬০ হি. ১০৫৪; সুনান আবু দাউদ, অধ্যায়: জানাজা, অনুচ্ছেদ: কবর জিয়ারত, 3/218 H. 3235; সুনানে কুবরা নাসাঈ ৪/৬৯ হা. ২০৩২]

কবর যিয়ারতের ফযিলত

 

Leave a Reply