You are currently viewing জমিন ও জমা তুমহারে লিয়ে
জমিন ও জমা তুমহারে লিয়ে

জমিন ও জমা তুমহারে লিয়ে

আ লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন রহমাতুল্লাহি আলাইহি 

জমিন ও জমা তুমহারে লিয়ে

জমীন ও জমা তোমহারে লিয়ে, মকীন ও মকাঁ তোমহারে লিয়ে,চুনীনো ও চুনা তোমহারে লিয়ে,বনে দু জাহাঁ তোমহারে লিয়ে।

দাহান মে জুবাঁ তোমহারে লিয়ে,বদন মে হেঁ জাঁ তোমহারে লিয়ে,হাম আয়ে ইয়াহা তোমহারে লিয়ে,উঠে ভি ওয়াহাঁ তোমহারে লিয়ে।

কলীমও নজ্বী মছীহও ছফী, খলীলও রদ্বী রসূলও নবী, আতীক্বো অছী গ্বণী ও আলী, ছনা কি জুবাঁ তোমহারে লিয়ে।

তোমহারী চমক তোমহারি দমক, তোমহারি ঝলক তোমহারি মাহক, জমীনো ফলক ছিমাকো ছমক, মে ছিক্কা নিশাঁ তোমহারে লিয়ে।

ইয়ে শামছো ক্বমর ইয়ে শামো ছহর, ইয়ে বরগো শাজর ইয়ে বাগ্বো ছমর,ইয়ে তেগ্বও ছিপর ইয়ে তাজ কোমর, ইয়ে হুকমে রাওয়াঁ তোমহারে লিয়ে।

নাজিন্নও বশর কে আট পহর, মালাইকা দরপে বছতা কোমর, নাজুব্বা ওয়াছর কে ক্বলব জিগর, হেঁ সিজদা কুনা তোমহারে লিয়ে।

না রুহে আমীন না আরশে বরী, না লওহে মুবীন কুয়ি ভি কহীঁ, খবর হি নেহিঁ জু রমজিঁ কুল, আজল কি নিহাঁ তোমহারে লিয়ে।

খলীলো নজী মছীহো ছফী, ছভী ছে কহী কহিঁ ভি বনী, ইয়ে বেখবরী কে খল্ক্ব পেরী, কাহাঁ ছে কাহাঁ তোমহারে লিয়ে।

ইশারে ছে চাদঁ চীড় দিয়া, চুপে হুয়ে খুর কো পেরলিয়া, গিয়ে হুয়ে দিনকো আসর কিয়া, ইযে তাবো তাওয়াঁ তোমহারে লিয়ে।

ছবা ওয় চলে কেবা গ্বো পলে,ওয়ো পুলো খেলে কিদিন হো ভালে, লিওয়া কে তলে ছনামে কুলে, রেযা কি জুবাঁ তোমহারে লিয়ে।

জমিন ও জমা তুমহারে লিয়ে

Leave a Reply