You are currently viewing তারাবির নামাজ বিশ রাকাতের দলিল

তারাবির নামাজ বিশ রাকাতের দলিল

তারাবির নামাজ বিশ রাকাতের দলিল

তারাবির নামাজ বিশ রাকাত

عن  ابن عباس رضي  الله   عنهما  أَنَّ   رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ. رواه ابن أبي شيبة و عبد بن حميد و الطبراني والبيهقي

উচ্চারণঃ ‘আন ইবনে ‘আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা আন্না রাসুলুল্লাহি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা কানা ইউচাল্লি ফী রামাদ্বনা ইশরীনা রাকআতান ওয়ালবিতরা। রাওয়াহু ইবনে আবিশায়বা, ওয়া আব্দবিন হুমাইদ, ওয়া ত্বাবারানী, ওয়াল বায়হাক্বী। অনুবাদ: হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত। নবীজী (ﷺ) পবিত্র রমজান মাসে বিশ রাকাত নামাজ (তারাবিহ) আদায় করতেন। অতঃপর বিতির পড়তেন। [মাসান্নেফ ইবনে আবী শায়বাহ – 692; মাসনাদ ইবনে হুমাইদ – 653; তরবানীর মু’জামুল কবীর – ১২১০; মুজামে আওসাত ৬৯৮; বায়হাকির সুনানে কুবরা ২/৪৯৬ হা: ৪৩৯১]  

Leave a Reply