You are currently viewing দরূদে তাজ

দরূদে তাজ

দরুদে তাজ আরবি

দরূদে তাজ

দরুদে তাজ বাংলা উচ্চারণ

দরূদে তাজ

আল্লাহুম্মা সাল্লিআ’লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন, সাহিবিত্ তাজি ওয়াল মি’রাজি ওয়াল বুরাক্বি ওয়ালআলাম। দাফিয়িল বালায়ি, ওয়াল ওবায়ি, ওয়ালক্বাহাতি, ওয়ালমারাদ্বি, ওয়ালআলাম। ইসমুহু মাক্বতুবুন, মারফুউন, মাশফুউন, মানকূশুন, ফিললাওহি ওয়ালক্বালাম। সায়্যিদিল আরাবি ওয়াল আজম। জিসমুহু মুক্বাদ্দাসুন, মুয়াত্তারুন, মতাহ্হারুন, মুনাওয়ারুন, ফিলবাইতি ওয়ালহারাম। শাসছিদ্দুহা, বদরিদ্দুজা, সাদরিলউলা, নুরিলহুদা, কাহফিল ওয়ারা, মিসবাহিয্ যুলাম। জামীলিশ্ শিয়ামি শাফিয়িল উমামি, সাহিবিল জুদি ওয়ালকারাম। ওয়াল্লাহু আছিমুহু, ওয়াজিব্রীলু খাদিমুহু, ওয়াল বুরাক্বু মারকাবুহু,

ওয়াল মি’রাজু ছাফারুহু, ওয়াসিদরাতুল মুন্তাহা মাক্বামুহু ওয়াক্বাবা ক্বাওসাইনি, মাতলুবুহু ওয়ালমাতলুবু, মাক্বসুদহু ওয়ালমাক্বসুদু মাওজুদুহু, সায়্যিদিল মুরসালীনা, খাতামিন নাবিইয়্যীনা, শাফিয়িল মুযনিবীনা, আনীছিল গারীবীনা রহ্মাতাললিল আ’লামীনা, রহাতিল আশিক্বীনা, মুরাদিল মুশ্তাক্বীনা, শামছিল আরিফীনা, সিরাজিছ্ ছালিকিনা, মিছবাহিল্ মুর্ক্বারাবীনা, মুহিব্বিল্ ফোক্বারায়ি ওয়ালগোরাবায়ি, ওয়ালমাছাকীনা, সয়্যিদিছ্ ছাক্বলায়নি, নাবিয়্যিল হারামায়নি, ইমামিল ক্বিবলাতাইনি, ওয়াসীলাতিনা ফিদ্দারায়নি, ছাহিবি ক্বাবা ক্বাওছাইনি, মাহ্বূবি রাব্বিল মাশরিকায়নি ওয়াল মাগরিবাইনি, জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি (রাদ্বিআল্লাহু আন্হুমা) মাওলানা ওয়ামাওলাছ্ সাক্বলাইনি, আবিল ক্বাছিম মুহাম্মদ বিন আব্দিল্লাহি নূরিম মিননূরিল্লাহ। ইয়া আয়য়ূহাল মুশতাকুনা বিনূরি জামালিহী সাল্লু আলায়হি ওয়াসাল্লিামূ তাসলীমা

দরুদে তাজ ফযিলত

পবিত্রতা লাভের জন্য ফজরের নামাযের পর ৭বার, আছরের নামাযের পর ৩বার, ইশার নামাযের পর ৩ বার পড়তে হয়। এই দুরূদ শরীফ সর্বদা পড়লে মনের বাসনা পূর্ণ হয়। জুমআর রাতে এ’শার নামায শেষে এই দুরূদ শরীফ ১৮০ বার পাঠ করে শুয়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর জিয়ারত নসীব হবে ইন্শাআল্লাহ। দরূদে তাজ

 

Leave a Reply