You are currently viewing দো‘আয়ে মাছূরাহ

দো‘আয়ে মাছূরাহ

দো‘আয়ে মাছূরাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

দো_আয়ে_মাছূরাহاَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدَكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফ্সী যুলমান কাছীরাঁও অলাইয়াগ্ফিরুয যুনূবা ইল্লা আন্তা, ফাগ্ফিরলী মাগফিরাতাম মিনইনদিকা ওয়ারহাম্নী ইন্নাকা আন্তাল গাফূরুর রহীম’ ।

বাংলা অর্থ :

‘হে আল্লাহ! আমি আমার নফসের উপরে অসংখ্য যুলুম করেছি। ঐসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হ’তে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান’।

 

Leave a Reply