You are currently viewing প্রতিদিনের প্রয়োজনী দোয়া

প্রতিদিনের প্রয়োজনী দোয়া

প্রতিদিনের প্রয়োজনী দোয়া

ঘুমানোর সময় পড়ার দোয়া

اللهم بسمك أموت وأحيا

বাংলা উচ্চারণ:-

‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহইয়া’

অর্থ:-

হে আল্লাহ! আমি তোমার নামে মরি, আর তোমার নামেই বাঁচি।

ঘুম থেকে উঠার সময় পড়ার দোয়া

َلْحَمْدُ للهِ الَّذِىْ اَحْىَ نَفْسِىْ بَعْدَ مَااَمَاتَهَا وَ اِلَيْهِ النُّشُوْرُ

বাংলা উচ্চারণ:-

আলহামদু লিল্লাহিল লাজি আহইয়া নাফছি বা’দা মা আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর

ফজিলত:-

রাসূল ঘুম থেকে উঠেই এই দোয়া পড়তেন। এই দোয়া পড়লে সারাদিন ভালো কাটবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৭৮)

খাবার গ্রহণের দোয়া

কিভাবে খাওয়া শুরু করতে হয় তা হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত।, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন খায়, সে যেন বলে

(بِسْمِ الله)

বিসমিল্লাহ বলে ডান হাতে খাওয়া শুরু করুন। (বুখারিমুসলিম) অতপর এই দোয়াটি পড়ুন

আরবি:-

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ

বাংলা উচ্চারণ: –

আল্লাহুম্মা বারিক্ লানা ফীহি ওয়া আত্বইমনা খাইরাম্ মিনহু।

অর্থ:-

‘হে আল্লাহ! এতে আমাদের আশীর্বাদ করুন, ভবিষ্যতে আরও ভালো খাবার দিন। ‘ (তিরমিজি, আবু দাউদ, মিশকাত) কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন তা বলে
(بِسْمِ اللهِ أَوَّلِهِ وَ أَخِرِهِ)

বাংলা উচ্চারণ: –

বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি।

অর্থ:-

আল্লাহর নামে খাওয়ার শুরু ও শেষ। (তিরমিজি)
আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে খাওয়ার শুরুতেই তাঁর নামে খাবার গ্রহণ করার তাওফীক দান করুন।

ঘরে প্রবেশ করার দোয়া

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বাংলা উচ্চারণ : –

বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা)

অর্থ:-

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম।

বাসা হতে বের হওয়ার দোয়া

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلىَ اللهِ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ

ফজিলত:-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়, সে সকল বিপদ থেকে নিরাপদ থাকবে। আর ইবলিস শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।

(তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৮০)

দোয়া

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

উচ্চারণ
রাব্বানা ওয়া ‘আতিনা মা ওয়া’আদ্‌তানা ‘আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল-ক্বিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি’আদ।

৷ অর্থ
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না। [সূরা আল-ইমরানঃ ১৯২]

Leave a Reply