You are currently viewing মাক্বামে মাহমুদ

মাক্বামে মাহমুদ

মাক্বামে মাহমুদ

মাক্বামে মাহমুদعَنْ آدَمَ بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: إِنَّ  النَّاسَ يَصِيرُونَ يَوْمَ  القِيَامَةِ  جُثًا، كُلُّأُمَّةٍ تَتْبَعُ نَبِيَّهَا  يَقُولُونَ:   يَا  فُلاَنُ  اشْفَعْ،  يَا  فُلاَنُ  اشْفَعْ، حَتَّى تَنْتَهِيَ الشَّفَاعَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَلِكَيَوْمَ يَبْعَثُهُ اللَّهُ المَقَامَ المَحْمُودَ

অনুবাদঃ হযরত আদম বিন আলী (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন ওমর  (রাদ্বিয়াল্লাহু তা’আলা  আনহু) কে বলতে শুনেছি, কেয়ামতের   দিন     মানুষেরা   দলে    দলে    বিভক্ত    হয়ে পড়বে। প্রত্যেক উম্মত তাদের নিজ নিজ নবীর পিছনে থাকবে      এবং     আরজ    করবে,     হে    অমুক!    আমাকে  শাফায়াত      করুন।      এমনিভাবে      শাফায়াতের      কথা  নবীজির কাছে এসে  সমাপ্ত হবে। তাই ঐদিনে  আল্লাহ  পাক নবীজিকে মাক্বামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাক্বামে মাহমুদ

[সহীহ       বোখারীঃ       কোরআনের      তাফসির       অধ্যায়, ৪/১৭৪৭  হাঃ  ৪৪৪১;  সুনানে   কুবরা  নাসাঈ   ৬/৩৮১ হাঃ ২৯৫]

Leave a Reply