You are currently viewing মুনাজাত

মুনাজাত

মুনাজাত

মুনাজাতرَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

মুনাজাত দোয়া বাংলা

হে আমাদের রব, আমাদের উপর এই অন্যায়কারী সম্প্রদায়ের ক্ষমতা পরীক্ষা করবেন না। আর দয়া করে আমাদেরকে এই কাফেরদের কবল থেকে উদ্ধার করুন। [সূরা ইউনুসঃ ৮৫-৮৬]

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
অর্থ
হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। [সূরা আল-ইমরানঃ ৫৩]

আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া

উচ্চারণ
রাব্বানাঘফির লানা যুনূবানা ওয়া ইস্রাফানা ফী আমরিনা ওয়া সাব্বিত আক্বদামানা ওয়ান্‌সুরনা ‘আলাল ক্বাওমিল কাফিরীন।

অর্থ
আমাদের প্রভু! আমাদের পাপ ক্ষমা করুন আর যাই হোক আমাদের কাজে ভুল হয়েছে। এবং আমাদেরকে দৃঢ় রাখুন এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। [সূরা আল-ইমরানঃ ১৪৭]

দোযখের শাস্তি

উচ্চারণ
রাব্বানা মা খালাক্বতা হাযা বাতিলা সুবহানাকা ফাক্বিনা ‘আযাবান-নার।
অর্থ
পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। [সূরা আল-ইমরানঃ ১৯১]

ঈমানের প্রতি আহবান

উচ্চারণ
রাব্বানা ইন্নানা সামি’না মুনাদিয়ান-ইয়ুনাদি লিল-ইমানি আন্‌ আমিনু বি রাব্বিকুম ফা’আমান্না।

অর্থ
হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। [সূরা আল-ইমরানঃ ১৯৩]

 

Leave a Reply