You are currently viewing সূরা আত ত্বীন বাংলা অনুবাদ
সূরা আত ত্বীন বাংলা অনুবাদ

সূরা আত ত্বীন বাংলা অনুবাদ

সূরা আত ত্বীন বাংলা অনুবাদ

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

وَالتّينِ وَالزَّيتونِ

বাংলা উচ্চারণ: অত্তীনি অয্যাইতূনি।

বাংলা অনুবাদ: শপথ ডুমুর ও যয়তুনের,

Translate into English: I swear by the fig tree and the olive tree,

وَطورِ سينينَ

বাংলা উচ্চারণ: অতুরি সীনীন।

বাংলা অনুবাদ: এবং শপথ সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

Translate into English: And by Mount Tur in the wilderness of Sinai,

وَهٰذَا البَلَدِ الأَمينِ

বাংলা উচ্চারণ: অহাযাল্ বালাদিল্ আমীন।

বাংলা অনুবাদ: এবং শপথ এই নিরাপদ নগরীর।

Translate into English: And swear to this safe city.

لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ

বাংলা অনুবাদ: লাক্বদ্ খলাকনাল্ ইন্সানা ফী আহ্সানি তাক্বওয়ীম্।

বাংলা অনুবাদ: আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

Translate into English: I have created man in a beautiful form. সূরা আত ত্বীন

ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ

বাংলা অনুবাদ: ছুম্মা রদাদ্নাহু আস্ফালা সাফিলীন।

বাংলা অনুবাদ: অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

Translate into English: Then We turned him back from the lowest of the low.

إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ

বাংলা অনুবাদ: ইল্লাল্লাযীনা আমানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।

বাংলা অনুবাদ: কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কাজ করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

Translate into English: But those who believe and work righteous deeds, for them is an endless reward.

فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ

বাংলা অনুবাদ: ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।

বাংলা অনুবাদ: অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামত কে?

Translate into English: Then why do you disbelieve in the Resurrection?

أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ

বাংলা অনুবাদ: আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।

বাংলা অনুবাদ: আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নয়?

Translate into English: Is not Allah the Best of judges?

সূরা আত ত্বীন বাংলা অনুবাদ

Leave a Reply