You are currently viewing সূরা-কাফিরুন

সূরা-কাফিরুন

সূরা-কাফিরুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সূরা-কাফিরুনقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ক্বউল ইয়া আইয়্যুহাল কাফিরুন। লা আ’বুদু মা তাবুদ। ওয়ালা আনতুম আ’বিদুনা মা আ’বূদ। ওয়ালা আনা আবিদুম্মা আবাত্তুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ’বুদ। লাকুম দ্বীনুকুম ওয়ালিয়াদ্বীন।

বাংলা অর্থ :

বলুনঃ হে কাফেররা! তোমরা যার ইবাদত কর আমি তা করি না। এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও ফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও ফল আমার জন্য।

সূরা-কাফিরুন

 

Leave a Reply