You are currently viewing সূরা-কুরাইশ

সূরা-কুরাইশ

সূরা-কুরাইশ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ সূরা-কুরাইশإِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ উচ্চারণ:

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম লি ইলাফি ক্বুরাইশ; ঈলা ফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ। ফাল ইয়া’বুদু রাব্বা হাযাল বাইত। আল্লাযি আত আ’মাহুম মিন যু’ঈ। ওয়া আমারাহুম মিন খাউফ।

বাংলা অর্থ :

কোরাইশের আসক্তির কারণে, আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

 

Leave a Reply