You are currently viewing সূরা-ফাতিহা

সূরা-ফাতিহা

সূরা-ফাতিহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সূরা-ফাতিহা

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন। আররাহমানির রাহীম। মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। ইয়্যাকানা’বুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন। ইহদিনাসসিরাতাল মুসতাক্বীম। সিরাত্বাল লাযিনা আনআ’মতা আ’লাইহিম।গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন। আমীন।

বাংলা অর্থ :

 পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। যিনি খুব দয়ালু এবং সহানুভূতিশীল ।যিনি বিচার দিবসের মালিক ।আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও,সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের উপর তোমার গজব নাযিল হয় এবং যারা পথভ্রষ্ট হয়

সূরা-ফাতিহা

 

Leave a Reply