You are currently viewing সূরা-ফীল

সূরা-ফীল

সূরা-ফীল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

উচ্চারনঃ

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আলাম তারা কাইফা আ’লা রাব্বুকা বি-আসহাবিল ফীল। আলাম ইয়াজ-আ’ল কাইদাহুম ফি তাদলীল। ওয়া-আরসালা আলাইহিম তাইরান আবাবীল। তারমিহিম বিহিজা রাতিম্মিন সিজ্জিল। ফাযাআ’লাহুম কাআ’সফিম মা’কূল।

বাংলা অর্থ :

আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর পাখির ঝাঁক পাঠালেন, যারা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষণ করা ঘাসের মত করে দিলেন।

সূরা-ফীল

 

Leave a Reply