You are currently viewing সূরা-মাঊন

সূরা-মাঊন

সূরা-মাঊন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সূরা-মাঊন

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আরা-আইতাল্লাযি ইউ কায্যাবু বিদ্দ্বীন। ফাযালিকাল লাযি ইয়াদুউ’ঊল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আ’লা ত্বামিল মিসকীন। ফাইয়াও লুল্লাল-মুসাল্লীন। আল্লাযিনাহুম আ’ন সালাতিহিম সাহুন। আল্লাযিনা হুম ইউরা উন। ওয়া ইয়ামনাউ’নাল মা’ঊন। বাংলা অর্থ :

আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

সূরা-মাঊন

 

Leave a Reply