You are currently viewing আমি যদি আরব হতাম মদিনারই পথ গজল
আমি যদি আরব হতাম মদিনারই পথ গজল

আমি যদি আরব হতাম মদিনারই পথ গজল

আমি যদি আরব হতাম মদিনারই পথ গজল

 (কাজী নজরুল ইসলাম )

আমি যদি আরব হতাম ,মদিনার ই পথ।
এই পথে মোর চলে যেতেন নূরনবী হজরত।।

পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে,
ঝণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ-ই-তুরে,
সেথা দিবানিশি করতাম তার কদম  জিয়ারত।।

মা ফাতেমা খেলত এসে  আমার ধূলি লয়ে,
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে,
নাচত আমার বখে্খ এসে,
চখে আমার বইত নদী পেয়ে সে নেয়ামত।।

আমার বুকে পা ফেলে রে বীর আসহা্ব যত
রণে যেতেন দেহে আমার আঁকি মধুর খত।
কুল মুসলিম আসতে কাবায়,
চলতে পায়ে দলত আমায়,
আমি চাইতাম না খোদার দিদার শাফায়াত জান্নাত।।

আমি যদি আরব হতাম মদিনারই পথ গজল

 

Leave a Reply