অনুবাদ: হযরত আনাস (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন- নবীজী ﷺ এরশাদ করেন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট থাকবে সে ঐ বৈশিষ্টের কারণে ঈমানের স্বাদ লাভ করবে। সেগুলো হলোঃ ১- যার নিকট আল্লাহ ও তাঁর রাসূল অন্য সব কিছুর চেয়ে প্রিয় হবেন, ২- যে ব্যক্তি কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, ৩- যে ব্যক্তি আল্লাহর রহমতে কুফর থেকে মুক্ত হয়ে কুফরীর দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করে, সে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপছন্দ করে, তেমনি অপছন্দ করবে।
ঈমানদার হওয়ার উপায়
[সহীহ বুখারী, ঈমান ১/১৪ হা: ১৬, ১/১৬ হা: ২১; সহীহ মুসলিম, ঈমান ১/৬৬ হা: ৪৩; সুনানে তিরমিজি, ঈমান হা: নং ১০; সুনানে নাসাঈ ৮/৯৪ হা: ৪৯৮৭]
ঈমানদার হওয়ার উপায়
Tags: ঈমানদার হওয়ার উপায়