কাজী নজরুল ইসলাম কবিতা
মোহররমের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়।
ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।।
কাদিয়া জয়নাল আবেদীন বেহেশত হল কারবালায়।
বেহেশতে লুটিয়া কাঁদে আলি ও মা ফাতেমায়।।
আজ ও শুনি কাঁদে যেন কুল মুলুক আসমান ও জমীন।
ঝরে মেঘ খুন লালে লাল শোক মরু সাহারায়।।
কাশেমের লাশ লয়ে কাঁদে বিবি সকিনা
আসগরের ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদায়।।
কাঁদে বিশ্বের মুসলিম আজি গাহে তারি মসিয়া।
ঝরে হাজার বছর ধরে আশ্রু তারি শোকে হায়।।
কাজী নজরুল ইসলাম কবিতা
কাজী নজরুল ইসলাম কবিতামোহররমের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়।ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়।।কাদিয়া জয়নাল আবেদীন বেহেশত হল কারবালায়।বেহেশতে লুটিয়া কাঁদে আলি ও মা ফাতেমায়।।আজ ও শুনি…