কালিমা রদ্দে কুফর আরবি :
কালিমায়ে রদ্দে কুফর বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী, ওয়ামা লা-আ’লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মায়াশি কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকবলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি কালেমা রদ্দে কুফর বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে মিনতি করছি যে, আমি তোমার সাথে কাউকে শরীক না করি। আমি আমার জানা ও অজানা গুনাহ থেকে ক্ষমা চাই এবং তওবা করি। কুফর, শিরক ও অন্যান্য সকল গুনাহ থেকে দূরে থাকা। এবং স্বীকার করে যে, আল্লাহ এক এবং কোন উপাস্য নেই। হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল।কালিমা রদ্দে কুফর
Tags: কালিমা রদ্দে কুফর আরবি, কালিমায়ে রদ্দে কুফর বাংলা উচ্চারণ, কালেমা রদ্দে কুফর, কালেমা রদ্দে কুফর বাংলা অর্থ