উচ্চারণ: ‘আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তায়ালা ‘আনহু ক্বালা সামি’তু রাসুলাল্লাহি ﷺ ইয়াক্বুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিছু লাহুদ দুয়া। (রাওয়াহু আবু দাঊদ)
অনুবাদ: হযরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে, (সাথে সাথে) তার জন্য বিশেষভাবে দোয়া করবে।
[সুনানে ইবনে মাজাহঃ ১৪৯৭; আবু দাঊদঃ ৩১৯৯]