হযরত আবু সাইদ খুদরী রাদিআল্লাহু বণর্না করেন দাজ্জাল মদিনামুনাওওয়ারা থেকে দুরে থাকবে। মদিনার পথ সমূহে আসাও তার জন্য সম্ভব হবে না।সে মদিনার নিকটবতির্ এক লবনাক্ত ভূমিতে আগমন করবে।তখন সম সাময়িক এক মহান ব্যক্তি তার কাছে এসে বলবেন আমি পূণর্ বিশ্বাস সহকারে বলছি যে , তুই সেই দাজ্জাল যার সংবাদ রাসুলুল্লাহ সাল্লালাহুআলাইহিওয়াসাল্লাম আমাদেরকে দিয়াছিলেন। একথা শুনে দাজ্জাল বলবে হে লোক সকল যদি আমি এ ব্যাক্তিকে হত্যা করে জিবীত করে দেই তবে আমি যে খোদা এ ব্যাপারে তোমরা সন্দেহ করবে কি? সবাই উওর দিবে না। অতপর সে লোকটিকে হত্যা করে দিল। লোকটি জীবিত হয়ে দাজ্জাল কে বলবে এবার আমরা বিশ্বাস আরো বেড়েগেছে যে, তুই সেই দাজ্জাল । দাজ্জাল তাকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু সমর্থ হইবে না। মায়ারিকুল কুরআন। সংগ্রহ সৈয়দ আব্দুর রাজ্জাক রুহানী