সুন্নি মুসলমান গান এ কথার উপর একমত যে মুসলমান মৃত ব্যক্তিদের জন্য জানাযার আগে ও পরে দোয়া করা অবশ্যই উত্তম আমলএবং কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।
👉 দলিল নং-০ ১
জানাজার আগে দোয়া করার প্রমাণ । সহি হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবাগণও ফারুখে আযম রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর লাশ মুবারকের চতুর্দিকে দাড়িয়ে তার জন্য দোআ করেছেন ।
ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﻋﻠﻲ ﻭﺿﻊ ﻋﻤﺮ ﺳﺮﻳﺮﻩ ﻓﺘﻜﻔﻨﻪ ﺍﻟﻨﺎﺱ ﻳﺪﻋﻮﻥ ﻭ ﻳﺜﻨﻮﻥ ﻭ ﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻴﻪ ﻗﺒﻞ ﺍﻥ ﻳﺮﻓﻊ ﻭ ﺍﻧﺎ ﻓﻴﻬﻢ ﻗﺎﻝ ﻓﻠﻢ ﻗﺪ ﺍﺧﺬ ﺑﻤﻨﻜﺒﻲ ﻣﻦ ﻳﺮﻋﻨﻲ ﺍﻻ ﺑﺮﺟﻞ ﻭﺭﺍﺇﻱ ﻓﺎﻟﺘﻔﺖ ﺍﻟﻴﻪ ﻓﺎﺫﺍ ﻫﻮ ﻋﻠﻲ ﻓﺘﺮﺣﻢ ﻋﻠﻲ ﻋﻤﺮ
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে উল্লেখ করেন , হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহু কে যখন খাটের উপর কাফন পরায়ে মানুষেরা তার জন্য দোআ, ছানা পাঠ করেছেন । খাট থেকে তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর রহমত কামনা করেছেন। আমিও তাদের মধ্যে ছিলাম। এক ব্যাক্তি পেছন থেকে এসে আমার কাঁধ ধরলে দেখলাম তিনি তো হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু । তিনি হযরত উমার রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর জন্য রহমত কামনা করেন। [সহিহ বুখারি ও মুসলিম শরীফ] জানাযার পর লোকটি কেমন ছিল তা স্বাক্ষী দেওরা জায়েয ও উত্তম । মৃত ব্যক্তির জন্য দোয়া
👉 দলিল নং-০ ২
ﺭﺽ ﻗﺎﻝ ﻋﻦ ﺍﻡ ﺳﻠﻤﺔ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﺍﺫﺍ ﺣﻀﺮﺗﻢ ﺍﻟﻤﺮﻳﺾ ﺍﻭ ﺍﻟﻤﻴﺖ ﻓﻘﻮﻟﻮﺍ ﺧﻴﺮﺍ ﻓﺎﻥ ﺍﻟﻤﻼﺇﻛﺔ ﻳﻮﻣﻨﻮﻥ ﻣﺎ ﺗﻘﻮﻟﻮﻥ
হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত রাসুল দঃ বলেছেন যখন তোমরা কোন রুগ্ন বা মৃত ব্যক্তির পাশে হাজির হও তখন তার সম্পর্কে ভাল বলবে। কেননা তোমরা যা বল ফেরেশতারা তাই বিশ্বাস করে। [সহিহ মুসলিম।] মৃত ব্যক্তির জন্য দোয়া
# জানাযার পর দোআ করা ।
👉 দলিল নং-০ ৩
ﺻﻠﻴﺘﻢ ﻋﻠﻲ ﺍﻟﻤﻴﺖ ﺍﺫﺍ ﻓﺎﺧﻠﺼﻮﺍ ﻟﻪ
যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাযা পড়ে ফেল তখন তার জন্য একনিষ্ঠভাবে দুআ কর। [মিশকাত শরীফ, বাবু সালাতিল জানাযা।] ঊক্ত হাদিস দ্বারা পরিস্কারভাবে জানাজার পর দোআর কথা প্রমাণিত। মৃত ব্যক্তির জন্য দোয়া
👉 দলিল নং-০ ৪
ﻋﻤﺎﻣﺔ ﺭﺽ ﻗﺎﻝ ﻋﻦ ﺍﺑﻲ ﻗﻠﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﺍﻱ ﺍﻟﺪﻋﺎﺀ ﺍﺳﻤﻊ ﻗﺎﻝ ﺟﻮﻑ ﺍﻟﻠﻴﻞ ﺍﻻﺧﺮ ﻭ ﺩﺑﺮ ﺍﻟﺼﻠﻮﺍﺕ ﺍﻟﻤﻔﺘﻮﺑﺎﺕ
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে জিজ্ঞাসা করলাম কোন দোআ অধিক গ্রহণযোগ্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন শেষ রাত্রির নির্জন মুহুর্ত ও ফরয নামাজের পর দোআ করা। [সুনানে তিরমীযি ও নাসায়ী ] সুতরাং যেহেতু জানাযার নামাজ ফরযে কেফায়া তাই এর পর দোয়া করা উত্তম। মৃত ব্যক্তির জন্য দোয়া
👉 দলিল নং-০ ৫
ﺭﺽ ﻗﺎﻝ ﻛﺎﻥ ﻋﻦ ﻋﺜﻤﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻌﻢ ﺍﺫﺍ ﻓﺮﻍ ﻣﻦ ﺩﻓﻦ ﺍﻟﻤﻴﺖ ﻭﻗﻒ ﻋﻠﻴﻪ ﻭﻗﺎﻝ ﺍﺳﺘﻐﻔﺮﻭﺍ ﻻﺧﻴﻜﻢ ﻭﺳﻠﻮﺍ ﻟﻪ ﺍﻟﺘﺜﺒﻴﺖ ﺍﻧﻪ ﺍﻻﻥ ﻳﺴﺎﻝ
হযরত উসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল দঃ লাশ দাফনের পর দাড়িয়ে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সাবেত কদম থাকার জন্য দোয়া কর । কেননা তাকে এখনি প্রশ্ন করা হবে। [সুনানে আবু দাউদ ও বায়হাকি সহিহ সনদে বর্ননা করেছেন]
👉 দলিল নং-০৬
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হযরত তালহা বিন বরা আনসারী রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর জানাযা পড়ালেন এবং এরপর হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ! তাকে তালহাকে এ অবস্হায় সাক্ষাত দান কর যে তুমি তাকে দেখবে আর সে তোমাকে দেখে খুশী হবে । [ জুরকানী শরহে মুয়াত্তা ২য় খণ্ড পৃঃ ৬১, আওনুল উবুদ শরহে আবি দাউদ ৩য় খণ্ড পৃঃ ১৯৪ ]
👉 দলিল নং-০ ৭
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হযরত ওমর ফারুখ রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর জানাযার শরীক হতে আসলেন কিন্তু তার পূর্বেই জানাযা নাযাজ হয়ে কেলে তিনি দূর থেকে বললেন যদিও তোমরা আমার আগেই জানাযা পড়ে ফেলেছ কিন্তু এখন দোয়ার ক্ষেত্রে আমার পূর্বে করে ফেলনা , আমাকে দোয়ার অন্তর্ভূক্ত কর । [মাবসুত ২য় খণ্ড, পৃঃ ৬৭]