بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি মহান আল্লাহর তায়ালা নামে যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু
وَالعٰدِيٰتِ ضَبحًا
বাংলা উচ্চারণ: অল্ ‘আ- দিয়া-তি দ্বোয়াব্হান্
বাংলা অনুবাদ : শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
Translate into English: By the (steeds) that run, with panting.
فَالمورِيٰتِ قَدحًا
বাংলা উচ্চারণ: ফাল্ মূরিয়া-তি ক্বাদ্হান্
বাংলা অনুবাদ : অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
Translate into English: Striking sparks of fire,
فَالمُغيرٰتِ صُبحًا
বাংলা উচ্চারণ: ফাল্মুগীর-তি ছুব্হান্
বাংলা অনুবাদ : অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
Translate into English: Then the attacking horses in the morning.
فَأَثَرنَ بِهِ نَقعًا
বাংলা উচ্চারণ: ফাআর্ছানা-বিহী নাক্বআ’ন্।
বাংলা অনুবাদ : এবং যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
Translate into English: And those who raise dust at that time,
فَوَسَطنَ بِهِ جَمعًا
বাংলা উচ্চারণ: ফাওয়াসাতনা বিহী জ্বাম্‘আন্।
বাংলা অনুবাদ : অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
Translate into English: Then those who fall into the enemy’s circle ;
إِنَّ الإِنسٰنَ لِرَبِّهِ لَكَنودٌ
বাংলা উচ্চারণ: ইন্নাল্ ইন্সা-না লিরব্বিহী লাকানূদ্।
বাংলা অনুবাদ : নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে ।
Translate into English: Verily, man is ungrateful to his Lord;
وَإِنَّهُ عَلىٰ ذٰلِكَ لَشَهيدٌ
বাংলা উচ্চারণ: অইন্নাহূ ‘আলা-যা-লিকা লাশাহীদ্।
বাংলা অনুবাদ : এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
Translate into English: And of course he is aware of it ;
وَإِنَّهُ لِحُبِّ الخَيرِ لَشَديدٌ
বাংলা উচ্চারণ: অইন্নাহূ লিহুব্বিল্ খইরি লাশাদীদ্।
বাংলা অনুবাদ : এবং সে নিশ্চিত ধন-সম্পদের ভালবাসায় মগ্ন।
Translate into English: And he is engrossed in the love of certain wealth.
۞ أَفَلا يَعلَمُ إِذا بُعثِرَ ما فِى القُبورِ
বাংলা উচ্চারণ: আফালা- ইয়া’লামু ইযা-বু’ছিরা মা-ফিল্ কুবুরি
বাংলা অনুবাদ : সে কি জানে না, কবরে যা আছে, তা উত্থিত হবে
Translate into English: Does he not know that what is in the grave will rise?
وَحُصِّلَ ما فِى الصُّدورِ
বাংলা উচ্চারণ: অহুছছিলা মা-ফিছ্ ছুদূরি।
বাংলা অনুবাদ : এবং অন্তরে যা আছে, তা বের করা হবে?
Translate into English: And that which is in the breasts is made known?
إِنَّ رَبَّهُم بِهِم يَومَئِذٍ لَخَبيرٌ
বাংলা উচ্চারণ: ইন্না রব্বাহুম্ বিহিম্ ইয়াওমায়িযিল লাখর্বী।
বাংলা অনুবাদ : সে দিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা বিশেষ জ্ঞাত।
Translate into English: Their Lord knows best what will happen to them on that day.