You are currently viewing গালি দেয়া কুফরী

গালি দেয়া কুফরী

গালি দেয়া সম্পর্কে হাদিস

  সাহাবায়ে  কেরামকে  গালি   দেয়া কুফরী

عَنِ   ابْنِ    عَبَّاسٍ،  رَضِيَ  اللَّهُ  عَنْهُمَا، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ  صَلَّى  اللَّهُ   عَلَيْهِ     وَسَلَّمَ   مَنْ   سَبَّ  اَصْحَابِي   فَعَلَيْهِ  لَعْنَةُاللهِ و المَلائِكَةِ وَالنَّاسِ أَجْمَعينَ

গালি দেয়া কুফরীউচ্চারণঃ ‘আন ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা, ক্বলাঃ ক্বলা রাসুলুল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামা মান ছাব্বা আছহাবিহী ফা-‘আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান্নাছি আজমাঈন।

অনুবাদঃ হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্নিত। তিনি বলেন, নবীজি এরশাদ করেন, যে ব্যক্তি আমার সাহাবীদের গালি দেয় তার উপর আল্লাহর, ফেরেস্তাদের এবং সকল মানব জাতির অভিসম্পাদ।

[তাবরানী মুজামুল কাবির ১২/১৪২, হাঃ ১২৭০৯; মুজামুল আউছাতে আবু সাঈদ খুদরী (রা:) সুত্রে, ৫/৯৪ হাঃ ৪৭৭১; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬/৪০৫, হাঃ ৩২৪১৯]

  গালি দেয়া কুফরী সম্পর্কে হাদিস 

 

Leave a Reply