You are currently viewing আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা
আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা

আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা

আমার প্রিয় হযরত ( কাজী নজরুল ইসলাম)

আমার প্রিয় হযরত নবী কমলিওয়ালা
যাহার রওশনীতে দ্বীন-দুনিয়া উজালা।।

যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা,
ঈদের চাঁদেে যাহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল গাথে যারঁ মালা।।
আউলিয়া আম্বিয়া দরবেশ যার নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যার হাতে কওসর- পিয়ালা।।

পাপে মগ্ন ধরা যার ফজিলত
ভাসিল সুমধুর তৌহিদ-স্রোতেে,
মহিমা যাহার জানেন এক আল্লহ্তায়ালা।।

Leave a Reply