You are currently viewing আহলে বায়াত পাক পাঞ্জাতন

আহলে বায়াত পাক পাঞ্জাতন

আহলে বায়াত পাক পাঞ্জাতন

عَنْ  أَبِي   سَعِيدٍ الْخُدْرِيِّ،   قَالَ :  سَمِعْتُ رَسُولَ   اللَّهِ صَلَّى  اللَّهُ    عَلَيْهِ    وَآلِهِ     وَسَلَّمَ    :          إِنَّمَا      مَثَلُ    أَهْلِ    بَيْتِي فِيكُمْكَمَثَلِ سَفِينَةِ  نُوحٍ، مَنْ رَكِبَهَا   نَجَا وَمَنْ تَخَلَّفَ   عَنْهَا غَرِقَ

উচ্চারণঃ  ‘আন    আবী সা’ইদিল  খুদরী, ক্বালাঃ ছামি’তু  রাসুলুল্লাহি  ছাল্লাল্লাহু  আলাইহি  ওয়া   ছাল্লামা,    “ইন্নামা মাছালু আহলি বায়তী ফীকুম কামাছালি ছাফিনাতি নূহি, মান     রাকিবাহা     নাজা    ওয়ামান    তাখাল্লাফা      ‘আনহা  গারিকা।“

পাক পাঞ্জাতন

আহলে বায়াত পাক পাঞ্জাতনঅনুবাদঃ      হযরত       আবু     সাঈদ     খুদরী     (রাদ্বিয়াল্লাহু তা’আলা   আনহু)     থেকে   বর্নিত।   তিনি    বলেন,   আমি নবীজিকে   বলতে     শুনেছি,   ”তোমাদের   মধ্যে   আমার আহলে     বায়াতের      দৃষ্টান্ত     হযরত     নুহ      (আলাইহিস  সালাম)    এর  কিস্তির মত।  যে এতে আরোহণ করে সে মুক্ত হয় এবং যে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সে ধ্বংস হয়।

[তাবরানী     ১২/৩৪, হাঃ ২৩৭৭,  ২৬৩৭, ২৬৩৮,  ২৬৩২;  মুজামুল আউছাত ৪/১০ হাঃ ৩৪৭৮;        মুজামুল        ছাগির        ১/২৪০        হাঃ        ৩৯১;  মুসতাগরেকে হাকেম ৩/১৬৩ হাঃ ৪৭২০]

 

 

 

Leave a Reply