You are currently viewing তাশাহ্হুদ

তাশাহ্হুদ

তাশাহ্হু

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

তাশাহ্হুদاَلتَّحِيَّاتُ ِللهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَنْ لاَّ إِلَهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আত্তাহিইয়াতু লিল্লাহি ওয়াছ্ ছালাওয়াতু ওয়াত্ ত্বাইয়িবাতু আসসালামু ‘আলায়কা আইয়ুহান নাবিইয়ু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ‘আলায়না ওয়া ‘আলা ‘ইবাদিল্লাহিছ ছালেহীন। আশহাদু আল লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আনণা মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহু ।

তাশাহ্হুদ বাংলা অর্থ :

যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও সমৃদ্ধি আপনার উপর বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল।

 

Leave a Reply