উচ্চারণঃ ‘আন ইবনে মাস’ঊদ রাদ্বিয়াল্লাহু ‘আনহু ক্বালা, ক্বালা রাসুলুল্লাহি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা ইন্না আওলা আন্নাছি বী ইয়াওমাল ক্বিয়ামাতি, ইকছারু ‘আলাইয়্যা ছালাতান। রাওয়াহুত তিরমিজি, ওয়া ইবনে হিব্বান।
অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবীজী (ﷺ) এরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে যে ব্যাক্তি (দুনিয়াতে) আমার উপর সবচেয়ে বেশি দুরূদ ও সালাম পেশ করেছে।
দরূদ ও সালাম পাঠের ফযিলত
[তিরমিজি– ২/৩৫৪ হাঃ ৪৮৪; সহীহ ইবনে হিব্বান- ৩/১৯২ হাঃ ৯১১; বায়হাকীর সুনানে কুবরা- ৩/২৪৯ হাঃ ৫৭৯১]