You are currently viewing দাজ্জাল

দাজ্জাল

দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া عَنْ  أَبِي  هُرَيْرَةَ،  قَالَ  قَالَ    رَسُولُ  اللَّهِ  صَلَّى  اللَّهُ    عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ  الزَّمَانِ  دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ  مِنْالْأَحَادِيثِ     بِمَا     لَمْ     تَسْمَعُوا     أَنْتُمْ      وَلَا      آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يَفْتِنُونَكُمْ দাজ্জালঅনুবাদঃ   হযরত  আবু   হুরায়রা   (রাদ্বিয়াল্লাহু  তা’আলা   আনহু)    থেকে  বর্ণিত।  তিনি   বলেন   নবীজী   ছাল্লাল্লাহু আলাইহি  ওয়া  ছাল্লাম  এরশাদ  করেন,  শেষ  যামানায়  এমন  কিছু   দাজ্জাল  ও  মিথ্যাবাদী  আত্মপ্রকাশ   করবে যারা তোমাদের নিকট এমন সব (মিথ্যা) হাদিস বলবে যা,  না  তোমরা    কোনদিন  শুনেছ,  না  তোমাদের   বাপ দাদারা  শুনেছে। সুতরাং  তোমরা  তাদের  নিকট থেকে দূরে  থাক  এবং   তাদেরকেও    তোমাদের    কাছ  থেকে  দূরে  রাখ। তারা তোমাদের পথভ্রষ্ট করতে ও তোমাদেরকে ফেতনায় নিপতিত করতে পারবে না। দাজ্জাল [মুসলিমঃ ১/২৪, হাদীস নং-৮; মুশকিলুল      আসার,     ৬/৪৪৮,     হাঃ     ২৮৮৪;       মেশকাতুল মসাবীহ, ১/৩৩ হাঃ ১৫৪; আল মানাবী,  ফয়জুল  ক্বাদীর  ফি  শরহে  জামে  ‘উস্‌সাগীর,  ৬/২৫৮, হাঃ ৮৯৩০]

This Post Has 2 Comments

Leave a Reply