হযরত আবু উমামা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ ﷺ এর দরবারে আরজ করা হল, হে আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়ে থাকে। তিনি ﷺ এরশাদ করলেন, রাতের শেষাংশে এবং ফরজ নামাজের পরে।
عن أبي أمامة رضي الله عنه قال: قيل «يَا رَسُولَاللهِ ﷺ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟» قَالَ: ”جَوْفَ اللَّيْلِ الآخِرِ،وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ” رواه الترمذي و النسائي