প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল
প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল অনুবাদ: উমর বিন খাত্তাব (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ কে বলতে শুনেছি – প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার প্রতিটি কাজে নিয়ত অনুযায়ী ফল পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের দিকে হিযরত করবে, তার হিযরত আল্লাহ ও তাঁর রাসুলের দিকে হিযরত হিসেবেই গণ্য হবে। আর যে ব্যক্তি পার্থিবতা লাভের উদ্দেশ্যে বা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত বলে গণ্য হবে, যার উদ্যশ্যে সে হিযরত করেছে। [সহীহ বুখারী, কিতাব, ১/৩০ হা: ৫৪; সহীহ মুসলিম, ইমারাহ ৩/১৫১৫ হা: ১৯০৭ সুনানে তিরমিজি, ফাযায়েল ও জিহাদ ৪/১৭৯ হা: ১৬৪৭]