بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] وَالعَصرِ
বাংলা উচ্চারণ: অল্ ‘আছ্রি
বাংলা অনুবাদ: কসম যুগের (সময়ের),
[2] إِنَّ الإِنسٰنَ لَفى خُسرٍ
বাংলা উচ্চারণ: ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্
বাংলা অনুবাদ: নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
[3] إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ
বাংলা উচ্চারণ: ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।
বাংলা অনুবাদ: কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
সূরা আছর বাংলা অনুবাদ