You are currently viewing সূরা আত-তাকওয়ির

সূরা আত-তাকওয়ির

সূরা আত-তাকওয়ির

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আরবি উচ্চারণ:   বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা অনুবাদ:  পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি।

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ.1

আরবি উচ্চারণ:   ইযাশ্ শাম্সু কুওওয়্যিরত

বাংলা অনুবাদ:   যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।

وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ.2

আরবি উচ্চারণ:   অইযান্নুজু মুন্ কাদারত্

বাংলা অনুবাদ:    আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।

وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ.3

আরবি উচ্চারণ:   অ ইযাল্ জ্বিবা-লু সুইয়্যিরত্

বাংলা অনুবাদ:   আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।

وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ.4

আরবি উচ্চারণ:   অ ইযাল্ ই’শা-রু ‘উতত্বি’লাত্।

বাংলা অনুবাদ:   আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ.5

আরবি উচ্চারণ:   অ ইযাল্ উহূশু হুশিরত্।

বাংলা অনুবাদ:    আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ.6

আরবি উচ্চারণ:   অ ইযাল্ বিহা-রু সুজ্বজ্বিরত্।

বাংলা অনুবাদ:   আর যখন সমুদ্রগুলোকে অগ্নীউত্তাল করা হবে।

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ.7

আরবি উচ্চারণ:   অ ইযান্নুফূসু যুওওয়িজ্বাত্।

বাংলা অনুবাদ:   আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ.8

আরবি উচ্চারণ:  অইযাল্ মাওয়ূদাতু সুয়িলাত্।

বাংলা অনুবাদ:   আর যখন জীবন্ত কবরস্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ.9

আরবি উচ্চারণ:   বিআইয়্যি যাম্বিন্ কুতিলাত্।

বাংলা অনুবাদ:   কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ.10

আরবি উচ্চারণ:   অইযাছ্ ছুহুফু নুশিরাত্।

বাংলা অনুবাদ:   আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ.11

আরবি উচ্চারণ: অইযাস্ সামা-য়ু কুশিত্বোয়াত্

বাংলা অনুবাদ: আর যখন আসমানকে ঢাকনা মুক্ত করা হবে

وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ.12

আরবি উচ্চারণ: অ ইযাল্ জ্বাহীমু সু’ই’রত্।

বাংলা অনুবাদ: আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।

وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ .13

আরবি উচ্চারণ: অইযাল্ জ্বান্নাতু উয্লিফাত্।

বাংলা অনুবাদ: আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।

عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ.14

আরবি উচ্চারণ: ‘আলিমাত্ নাফ্সুম্ মা য় আহ্দ্বোয়ারত্।

বাংলা অনুবাদ: তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!

فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ.15

আরবি উচ্চারণ: ফালা য় উকসিমু বিল্ খুন্নাসিল্

বাংলা অনুবাদ: আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।

الْجَوَارِي الْكُنَّسِ.16

আরবি উচ্চারণ: জ্বাওয়া রিল্ কুন্নাসি।

বাংলা অনুবাদ: যা চলমান, অদৃশ্য।

وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ.17

আরবি উচ্চারণ: অল্লাইলি ইযা- ‘আস্‘আসা।

বাংলা অনুবাদ: আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।

وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ.18

আরবি উচ্চারণ: অছ্ ছুব্হি ইযা-তানাফ্ফাসা

বাংলা অনুবাদ: আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ.19

আরবি উচ্চারণ: ইন্নাহূ লাক্বওলু রসূলিন্ ক্বরীমিন্।

বাংলা অনুবাদ: নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের আনিত বাণী।

ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ.20

আরবি উচ্চারণ: যী কুওয়্যাতিন্ ‘ইন্দা যিল্‘র্আশি মাকীনিম্।

বাংলা অনুবাদ: যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন ।

مُطَاعٍ ثَمَّ أَمِينٍ.21

আরবি উচ্চারণ: মুত্বোয়া-‘ইন্ ছুম্মা-আমীন্।

বাংলা অনুবাদ: মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ.22

আরবি উচ্চারণ: অমা-ছোয়া-হিবুকুম্ বিমাজ্ব্নূ ন্।

বাংলা অনুবাদ: আর তোমাদের সাথী পাগল নয়।

وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ.23

আরবি উচ্চারণ: অলাক্বদ্ রয়া-হু বিল্ উফুক্বিল্ মুবীন্।

বাংলা অনুবাদ: আর তিনি তাকে সুস্পষ্ট দিগ্বলয় দেখেছে।

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ.24

আরবি উচ্চারণ: অমা-হুওয়া ‘আলাল্ গইবি বিদ্বোয়ানীন্

বাংলা অনুবাদ: আর সে তো গায়েব সম্পর্কে কপৃণ নয়।

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ.25

আরবি উচ্চারণ: অমা-হুওয়া বিক্বওলি শাইত্বোয়া-র্নি রজ্বীমিন্

বাংলা অনুবাদ: আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

فَأَيْنَ تَذْهَبُونَ.26

আরবি উচ্চারণ: ফাআইনা তায্হাবূন্।

বাংলা অনুবাদ: সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ .27

আরবি উচ্চারণ:  ইন্ হুওয়া ইল্লা-যিক্রুল লিল্ ‘আ-লামীনা

বাংলা অনুবাদ:  এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ.28

আরবি উচ্চারণ:   লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াস্তাক্বীম্।

বাংলা অনুবাদ:   যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।

وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ .29

আরবি উচ্চারণ:  অমা-তাশা-য়ূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হু রব্বুল্ ‘আ-লামীন্ ।

বাংলা অনুবাদ:   আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।

সূরা আত-তাকওয়ির 

 

Leave a Reply