You are currently viewing সূরা আদ্ব-দ্বোহা বাংলা অনুবাদ

সূরা আদ্ব-দ্বোহা বাংলা অনুবাদ

সূরা আদ্ব-দ্বোহা বাংলা অনুবাদ

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

 وَالضُّحىٰ

বাংলা উচ্চারণ: অদ্ব্দ্বুহা-।

বাংলা অনুবাদ: শপথ পূর্বাহ্নের,

Translate into English: By the forenoon ;

وَالَّيلِ إِذا سَجىٰ

বাংলা উচ্চারণ: অল্লাইলি ইযা- সাজ্বা-।

বাংলা অনুবাদ: শপথ রাতের যখন তা গভীর হয়,

Translate into English: I swear by the night when it is deep, (and stands still).

ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلىٰ

বাংলা উচ্চারণ: মা অদ্দাআকা রব্বুকা অমা-ক্বলা।

বাংলা অনুবাদ: আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হয়নি।

Translate into English: Your Lord (O Muhammad (SAW)) has neither forsaken you nor hates you.

وَلَلءاخِرَةُ خَيرٌ لَكَ مِنَ الأولىٰ

বাংলা উচ্চারণ: অলাল্ আখিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা।

বাংলা অনুবাদ: আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।

Translate into English: The Hereafter is better for you than this world. (life of this world).

وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضىٰ

বাংলা উচ্চারণ: অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া।

বাংলা অনুবাদ: আপনার পালনকর্তা অতি সত্বর আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

Translate into English: And verily, Soon will your Lord give you, then you will be well pleased.

أَلَم يَجِدكَ يَتيمًا فَـٔاوىٰ

বাংলা উচ্চারণ: আলাম ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআওয়া।

বাংলা অনুবাদ: তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

Translate into English: (O Muhammad (SAW)) Didn’t he find you as an orphan? Then he took refuge

وَوَجَدَكَ ضالًّا فَهَدىٰ

বাংলা উচ্চারণ: অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা-।

বাংলা অনুবাদ: তিনি আপনাকে পেয়েছেন পথহারা , অতঃপর পথ প্রদর্শন করেছেন।

Translate into English: And He found you unaware ( its legal laws, and Prophethood) and guided you?

وَوَجَدَكَ عائِلًا فَأَغنىٰ

বাংলা উচ্চারণ: অওয়াজ্বাদাকা ‘আয়িলান্ ফাআগ্না।

বাংলা অনুবাদ: তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব সম্বলহীন , অতঃপর অভাবমুক্ত করেছেন।

Translate into English: He found you poor, and made you rich (self-sufficient with self-contentment)?

فَأَمَّا اليَتيمَ فَلا تَقهَر

বাংলা উচ্চারণ ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বর্হা।

বাংলা অনুবাদ: সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

Translate into English: Therefore, do not be harsh with orphans;

وَأَمَّا السّائِلَ فَلا تَنهَر

বাংলা উচ্চারণ: অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা।

বাংলা অনুবাদ: প্রশ্ন কারীকে ধমক দেবেন না।

Translate into English: Do not intimidate the questioner.

وَأَمّا بِنِعمَةِ رَبِّكَ فَحَدِّث

বাংলা উচ্চারণ: অ আম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ্।

বাংলা অনুবাদ: এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা বুলুন্দ করুন।

Translate into English: And proclaim the blessings of your Lord.(i.e. the Prophethood and all other Graces).

সূরা আদ্ব-দ্বোহা বাংলা অনুবাদ

Leave a Reply