بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
1. وَالشَّمسِ وَضُحىٰها
বাংলা উচ্চারণ : ওশ্ শাম্সি ওদ্বহা-হা।
বাংলা অনুবাদ: শপথ সূর্যের এবং তার আলোর,
Translate into English: I swear by the sun and its light,
2. وَالقَمَرِ إِذا تَلىٰها
বাংলা উচ্চারণ : অল্ ক্বমারি ইযা তালাহা।
বাংলা অনুবাদ: শপথ চন্দ্রের যখন তা সূর্যের পিছনে আসে,
Translate into English: I swear by the moon when it comes behind the sun,
3. وَالنَّهارِ إِذا جَلّىٰها
বাংলা উচ্চারণ : অন্নাহারি ইযা জ্বাল্লাহা।
বাংলা অনুবাদ: শপথ দিনের যখন সে সূর্যকে প্রচণ্ডভাবে প্রকাশ করে,
Translate into English: I swear by the day when it makes the sun shine brightly,
4. وَالَّيلِ إِذا يَغشىٰها
বাংলা উচ্চারণ : অললাইলি ইযা ইয়াগ্শাহা।
বাংলা অনুবাদ: শপথ রাতে যখন সে সূর্যকে আবৃত করে,
Translate into English: I swear by the night when it covers the sun,
5. وَالسَّماءِ وَما بَنىٰها
বাংলা উচ্চারণ : অস্সামায়ি অমাবানাহা।
বাংলা অনুবাদ: শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন।
Translate into English: I swear by the sky and who made it.
6. وَالأَرضِ وَما طَحىٰها
বাংলা উচ্চারণ : অল র্আদ্বি অমা ত্বোয়াহাহা।
বাংলা অনুবাদ: শপথ পৃথিবীর এবং যিনি তা ব্যাপক করেছেন,
Translate into English: I swear by the earth, and by him who spread it,
7. وَنَفسٍ وَما سَوّىٰها
বাংলা উচ্চারণ : অনাফ্সিঁও অমা সাওয়্যাহা।
বাংলা অনুবাদ: শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন,
Translate into English: I swear by the soul and the one who arranged it,
8. فَأَلهَمَها فُجورَها وَتَقوىٰها
বাংলা উচ্চারণ : ফায়াল্হামাহা ফুজুরহা অতাকওয়াহা।
বাংলা অনুবাদ: অতঃপর তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন,
Translate into English: Then He gave him knowledge of his evil deeds and of his good deeds,
9. قَد أَفلَحَ مَن زَكّىٰها
বাংলা উচ্চারণ : ক্বদ্ আফ্লাহা মান্ যাক্কাহা।
বাংলা অনুবাদ: যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
Translate into English: who purifies himself He is successful.
10. وَقَد خابَ مَن دَسّىٰها
বাংলা উচ্চারণ : অক্বদ্ খবা মান্ দাস্সাহা।
বাংলা অনুবাদ: এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ প্রেতাত্মা হয়।
Translate into English: And he who defiles himself is a failed spirit.
11. كَذَّبَت ثَمودُ بِطَغوىٰها
বাংলা উচ্চারণ : ক্বায্যাবাত্ ছামূদু বিত্বোয়াগ্ওয়াহা ।
বাংলা অনুবাদ: সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
Translate into English: The people of Thamud disobeyed.
12. إِذِ انبَعَثَ أَشقىٰها
বাংলা উচ্চারণ : ইযিম্ বা‘আছা আশ্ক্বহা
বাংলা অনুবাদ: যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি প্রাণবান হয়ে উঠেছিল।
Translate into English: When their most unfortunate person became alive. (to kill the she-camel).
13. فَقالَ لَهُم رَسولُ اللَّهِ ناقَةَ اللَّهِ وَسُقيٰها
বাংলা উচ্চারণ : ফাক্বলা লাহুম্ রসূলুল্লাহি না-ক্বতাল্লাহি অসুকইয়াহা।
বাংলা অনুবাদ: অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
Translate into English: Then Allah’s Apostle said to them: “Beware of Allah’s she-camel and her water.”
14. فَكَذَّبوهُ فَعَقَروها فَدَمدَمَ عَلَيهِم رَبُّهُم بِذَنبِهِم فَسَوّىٰها
বাংলা উচ্চারণ : ফাকায্যাবূহু ফাআক্বরূহা ফাদাম্দামা ‘আলাইহিম্ রব্বুহুম্ বিযাম্বিহিম্ ফাসাওয়্যাহা।
বাংলা অনুবাদ: অতঃপর তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কাটিয়াছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
Translate into English: Then they denied him and they killed it. So their Lord destroyed them because of their sin, and made them equal in destruction
15. وَلا يَخافُ عُقبٰها
বাংলা উচ্চারণ : অলা-ইয়াখফু ‘উকবাহা।
বাংলা অনুবাদ: আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন অনিচ্ছুক পরিণতির আশংকা করেন না।
Translate into English: Allah does not fear any unintended consequences of this destruction
সূরা আশ- শামস বাংলা অনুবাদ