ক্বউল ইয়া আইয়্যুহাল কাফিরুন। লা আ’বুদু মা তাবুদ। ওয়ালা আনতুম আ’বিদুনা মা আ’বূদ। ওয়ালা আনা আবিদুম্মা আবাত্তুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ’বুদ। লাকুম দ্বীনুকুম ওয়ালিয়াদ্বীন।
বাংলা অর্থ :
বলুনঃ হে কাফেররা! তোমরা যার ইবাদত কর আমি তা করি না। এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও ফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও ফল আমার জন্য।