You are currently viewing সূরা যিলযাল

সূরা যিলযাল

সূরা যিলযাল

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি মহান আল্লাহর তায়ালা নামে যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু

إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها

বাংলা উচ্চারণ: ইযা-যুল্যিলাতিল্ র্আদ্বু যিল্যা-লাহা-।

বাংলা অনুবাদ: যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে,

Translate into English: When the earth shakes,.

وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها

বাংলা উচ্চারণ: অআখ্রজ্বাতিল্ আরদু আছ্ক্ব-লাহা-।

বাংলা অনুবাদ: যখন সে তার বোঝা বাহিরে বের করে দেবে।

Translate into English: When he will take out his burdens,

وَقالَ الإِنسٰنُ ما لَها

বাংলা উচ্চারণ: অক্ব-লাল্ ইনসা-নু মা- লাহা-।

বাংলা অনুবাদ: এবং মানুষ বলবে, এর আবার কি হল ?

Translate into English: And man will say: “What is the matter with it?”

يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها

বাংলা উচ্চারণ: ইয়াওমায়িযিন্ তুহাদ্দিছু আখ্বা-রহা-।

বাংলা অনুবাদ: সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

Translate into English: That Day it will declare its information.

بِأَنَّ رَبَّكَ أَوحىٰ لَها

বাংলা উচ্চারণ: বিআন্না রব্বাকা আওহা-লাহা-।

বাংলা অনুবাদ: কারণ, আপনার পালনকর্তা তাকে হুকুম করবেন।

Translate into English: Because, your Lord will command him.

يَومَئِذٍ يَصدُرُ النّاسُ أَشتاتًا لِيُرَوا أَعمٰلَهُم

বাংলা উচ্চারণ: ইয়াওমায়িযিঁই ইয়াছ্দুরু ন্না-সু আশ্তা-তাল্ লিইয়ুরাও আ‘মা-লাহুম্।

বাংলা অনুবাদ: সে দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।

Translate into English: On that day people will appear in different groups so that they will be shown their deeds.

فَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ خَيرًا يَرَهُ

বাংলা উচ্চারণ: ফামাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ খইরঁই ইয়ারহ্।

বাংলা অনুবাদ: অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে

Translate into English: Then whoever does an atom’s weight of good will see it.

وَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

বাংলা উচ্চারণ: অমাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ র্শারইঁ ইয়ারহ্

বাংলা অনুবাদ: এবং কেউ অণু পরিমাণ অসৎ কর্ম করলে তাও সে দেখতে পাবে।

Translate into English: And if anyone does an atom’s weight of evil, he will see it.

Leave a Reply