You are currently viewing সূরা হুমাযাহ

সূরা হুমাযাহ

সূরা হুমাযাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ  . الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ  . يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ  . كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ  . وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ . نَارُ اللَّهِ الْمُوقَدَةُ   . الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ  . إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ  . فِي عَمَدٍ مُمَدَّدَةٍ

সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ওয়ায়লুল লে কুল্লে হুমাঝাতিল লুমাঝাহ  (২) আল্লাযী জামাআ মালাওঁ ওয়া ‘আদ্দাদাহ  (৩) ইয়াহ্সাবু আন্না মালাহূ আখলাদাহ (৪) কাল্লা লাইয়ুম্বাযান্না ফিল হুত্বামাহ (৫) ওয়া মা আদরাকা মাল হুত্বামাহ্? (৬) নারুল্লাহিল মূক্বাদাহ (৭) আল্লাতী তাত্ত্বালিউ ‘আলাল আফ্ইদাহ (৮) ইন্নাহা ‘আলাইহিম মু’ছাদাহ (৯) ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ ।

সূরা হুমাযাহ বাংলা অর্থ :

পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর তায়ালা নামে শুরু করছি দুর্ভোগ তাদের জন্য যারা পিছনে এবং সামনে অপবাদ দেয় (২) এবং সম্পদ জমা করে এবং হিসাব করে (৩) সে মনে করে তার সম্পদ তাকে চিরকাল ধরে রাখবে (৪) কখনই না। তাকে নিক্ষিপ্ত করতে হবে পিষ্ট হুতবামায় (৫) আপনি কি জানেন হুতবামাহ কি? (৬) এটা আল্লাহর জ্বলন্ত আগুন (৭) যা হৃদয়ে পৌঁছে যাবে (৮) এটা তাদের ঘিরে থাকবে (৯) লম্বা স্তম্ভের উপর।

 

Leave a Reply