১. আযানের সময় দোয়া কবুল হয়। (আবু দাউদ)
২. আযানের পর থেকে একামতের পূর্বপর্যন্ত মধ্যবর্তী সময়ের দোয়া (তিরমিযী)।
৩. জুমুয়ার খুৎবার সময় থেকে নামায শেষ হওয়া পর্যন্ত।
৪. শুক্রবার আসরের পর সূর্যাস্ত পর্যন্ত (তিরমিযী)
৫. জুমুয়ার রাত। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। (তিরমিযী)
৬. (দৈনিক) রাতের শেষ অংশে। (তিরমিযী)
৭. ফরয নামাযের পরে। (তিরমিযী)
৮. তাহাজ্জুদের পরে শেষরাতে।
৯. নামাযের সেজদার অবস্থায় (তিরমিযী)।
১০. শবে ক্বদর, শবে বরাতের রাতে। (আবু দাউদ)
১১. দু’ঈদের রাতে (আবু দাউদ)।
১২. হজ্বের রাতে (আবু দাউদ)।
১৩. আরাফার দিন (অর্থ্যাৎ জ্বিলহজ্বের ৯ম তারিখ)।
১৪. রমযানুল মোবারকে তথা রমযানের পূরো মাস।
১৫. ইসলামের পথে আহ্বানকারীর দোয়া দাওয়াতের কাজে জামাত করার সময়।
১৬. জেহাদের ময়দানে ভয়াবহ যুদ্ধ চলাকালীন (আবু দাউদ)।
১৭. কোরআনশরীফ তেলাওয়াত করার পর।
১৮. কোরআন শরীফ খতমকারীর দোয়া।
১৯. দ্বীনি মজলিসসমূহের মধ্যে।
২০. ইমামولاالضا لين বলার পর।
২১. বৃষ্টি হওয়ার অবস্থায়।
২২. ক্বাবাশরীফ দেখার সময়।
দোয়া কবুল হওয়ার সময়