You are currently viewing আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
I begin in the name of Allah, the Most Gracious, the Most Merciful

আয়াতুল কুরসি আরবি

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

আয়াতুল কুরসি বাংলা অর্থ

আল্লাহ ব্যতীত কোন  উপাস্য নেই, তিনি চিরজীবী, পালনকর্তা। তন্দ্রা ও ঘুম তাকে স্পর্শ করে না। নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সব তাঁরই। তিনি কে, যিনি তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করেন? তিনি জানেন কি তাদের সামনে এবং  তাদের পিছনে আছে কি । এবং তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও অধিকার করতে পারে না, তিনি যা চান তা ছাড়া। তাঁর সিংহাসন আসমান ও জমিন জুড়ে রয়েছে এবং উভয়ের সংরক্ষণ তাঁর জন্য বোঝা নয়। এবং তিনি মহিমান্বিত, মহান।

ayatul kursi i english

There is no god but Allah, the Ever-Living, the Lord. Drowsiness and sleep do not touch him. Everything in the heavens and the earth belongs to Him. Who is he, who intercedes with Him without His permission? He knows what is before them and what is behind them. And they cannot possess even the slightest measure of His knowledge, except what He wills. His throne spans the heavens and the earth, and the preservation of both is not a burden to Him. And He is glorious, great.

Leave a Reply