নামাজে নাভির নিচে হাত বাধার সহিহ হাদিস
عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ ﷺ َوضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ. مصنف ابن ابی شیبه. آثار السنن للنیموی، (حاشيه) فیض الباری علی صحیح البخاری للکشمیری
উচ্চারণঃ ‘আন ‘আলক্বামাতা ইবনে ওয়া-ইলিন ইবনি হুজরিন, ‘আন আবীহি ক্বালা, রা-আইতু ন্নাবিয়্যি ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামা ওয়াদ্বা’আ ইয়ামীনাহু ‘আলা শিমালিহি ফিচ চালাতি তাহতাস ছুররাতি। মুসান্নাফ ইবনে আবি শায়বা, আছারা ছুনানিল লিল নিমু, (হাশিয়া) ফায়দ্বুল বারি আলাছ ছাহীহিল ।
বুখারী, লিল কাশ্মীরী।
অনুবাদ: হযরত ওয়ায়েল ইবনে হুযর (রা:) তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আমি নবীজী (ﷺ) কে নামাজে ডানহাত বামহাতের উপর নাভির নিচে রাখতে দেখেছি।
[মুসান্নেফে ইবনে আবি শাইবা ৩/৩২০ হা: ৩৯৫৯]