প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
উচ্চারণ
রাব্বানা ইন্নাকা জামি’উন্নাসিলি-ইয়াওমিল লা রায়বা ফি ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মি’আদ।
অর্থ
হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। [সূরা আল-ইমরানঃ ০৯]
رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
উচ্চারণ
রাব্বানা আনযিল ‘আলায়না মা’ইদাতাম্ মিনাস্-সামাই তাকুনু লানা ‘ইদাল্ লি-আওয়্যালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম্-মিনকা ওয়ার্-যুক্বনা ওয়া আন্তা খাইরুর্-রাযিক্বীন।
অর্থ
হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা। [সূরা আল-মায়িদাঃ ১১৪]
আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব
উচ্চারণ
রাব্বানা যালাম্না আনফুসানা ওয়া ইল্লাম্ তাঘফির্ লানা ওয়া তার্হাম্না লানা কুনান্-না মিনাল খাসিরীন।
অর্থ
হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি । আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। [সূরা আল-‘আরাফঃ ২৩]
প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া