You are currently viewing সুরা-ফালাক্ব

সুরা-ফালাক্ব

সুরা-ফালাক্ব

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সুরা-ফালাক্ব

বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম
ক্বুল আউযুবি রাব্বিল ফালাক্ব। মিন শাররিমা খালাক্ব। ওয়ামিন শাররি গাসিক্বিন ইযা ওয়াক্বাব। ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল ও’ক্বাদ। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ।

বাংলা অর্থ :বলুনঃ আমি ভোরের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন এটি জড়ো করা হয়, গ্রন্থিগুলির উপর ফুঁ দিয়ে যাদুকরদের মন্দ থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সুরা-ফালাক্ব

 

Leave a Reply