সূরা আত ত্বীন বাংলা অনুবাদ
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
وَالتّينِ وَالزَّيتونِ
বাংলা উচ্চারণ: অত্তীনি অয্যাইতূনি।
বাংলা অনুবাদ: শপথ ডুমুর ও যয়তুনের,
Translate into English: I swear by the fig tree and the olive tree,
وَطورِ سينينَ
বাংলা উচ্চারণ: অতুরি সীনীন।
বাংলা অনুবাদ: এবং শপথ সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
Translate into English: And by Mount Tur in the wilderness of Sinai,
وَهٰذَا البَلَدِ الأَمينِ
বাংলা উচ্চারণ: অহাযাল্ বালাদিল্ আমীন।
বাংলা অনুবাদ: এবং শপথ এই নিরাপদ নগরীর।
Translate into English: And swear to this safe city.
لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ
বাংলা অনুবাদ: লাক্বদ্ খলাকনাল্ ইন্সানা ফী আহ্সানি তাক্বওয়ীম্।
বাংলা অনুবাদ: আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
Translate into English: I have created man in a beautiful form. সূরা আত ত্বীন
ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ
বাংলা অনুবাদ: ছুম্মা রদাদ্নাহু আস্ফালা সাফিলীন।
বাংলা অনুবাদ: অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
Translate into English: Then We turned him back from the lowest of the low.
إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
বাংলা অনুবাদ: ইল্লাল্লাযীনা আমানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
বাংলা অনুবাদ: কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কাজ করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
Translate into English: But those who believe and work righteous deeds, for them is an endless reward.
فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ
বাংলা অনুবাদ: ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।
বাংলা অনুবাদ: অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামত কে?
Translate into English: Then why do you disbelieve in the Resurrection?
أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ
বাংলা অনুবাদ: আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।
বাংলা অনুবাদ: আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নয়?
Translate into English: Is not Allah the Best of judges?
সূরা আত ত্বীন বাংলা অনুবাদ