সূরা-নাস
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ক্বুল আউযুবি রাব্বিন্নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযি ওয়াসইউসু ফিসুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস।
বাংলা অর্থ :
বলুন, আমি আশ্রয় চাই মানবজাতির পালনকর্তা, তার অনিষ্ট থেকে, যে মন্দ উপদেশ দেয় এবং নিজেকে আড়াল করে, যে মানুষের অন্তরে মন্দ উপদেশ দেয়, জিন বা মানুষের মধ্য থেকে।
সূরা-নাস