بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা আলা নাক ফুরুকা ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা নুছালি্ল ওয়া নাস জুদু ওয়াইলাইকা নাসয়া ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়ানাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফফারি মূলহিক। দোয়া কুনুত বাংলা অর্থ : হে আল্লাহ! আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, তোমার ভরসা করিতেছি। তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার উপর ঈমান আনিতেছি, তোমার ভরসা করিতেছি তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। আমরা আপনাকে অস্বীকার করি না। যারা আপনার আদেশ অমান্য করে আমরা তাদের সাথে মেলামেশা পরিত্যাগ করি। হে আল্লাহ! আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সেবায় আসি এবং আপনার রহমতের আশা করি আর আমি তোমার শাস্তির ভয় করি। নিশ্চয়ই অবিশ্বাসীরা তোমার শাস্তি ভোগ করবে।