বিপদে কিংবা রোগে আক্রান্ত হলে ক্রমবৃদ্ধি করে একুশ দিন বা একচল্লিশ দিনে সোয়া লক্ষ বার এই দুরূদ শরীফ পড়িলে সাথে সাথে ফল পাওয়া যায়। প্রত্যেক ফজরের নামাযের পর ৭বার পড়লে স্বাস্থ্য অটুট থাকে, দেহ লাবণ্যময় থাকে এবং বিপদাপদ থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ।