You are currently viewing দরূদে মাহী

দরূদে মাহী

আরবি দরূদে মাহী

দরূদে মাহী

বাংলা উচ্চারণ:-

আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিন খাইরিল খালায়িক্বি আফদ্বালিল বাশারি শাফীয়িল উম্মাতি ইয়াওমাল হশারি ওয়ান্নাশরি সইয়্যিদিনা মুহাম্মাদিম্ বিআদাদি কুল্লি মা’লুমিল্লাকা ওয়া সাল্লি আ’লা জমীয়িল আম্বিয়ায়ি ওয়াল মুরসালীনা ওয়াল মালায়িকাতিল মুর্ক্বারাবীনা ওয়া আ’লা ইবাদিল্লাহিস্সালিহীন ওয়ারহাম্না মাআ’হুম বিরহমাতিকা ইয়াআরহামাররহিমীনা।

দরূদে মাহী ফযিলত:-

বিপদে কিংবা  রোগে আক্রান্ত হলে ক্রমবৃদ্ধি করে একুশ দিন বা একচল্লিশ  দিনে সোয়া লক্ষ বার এই দুরূদ শরীফ পড়িলে সাথে সাথে ফল পাওয়া যায়। প্রত্যেক ফজরের নামাযের পর ৭বার পড়লে স্বাস্থ্য অটুট থাকে, দেহ লাবণ্যময় থাকে এবং বিপদাপদ থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ।

 

Leave a Reply